এমন দিন নিশ্চয় আসবে সেটা আমি জানি, তোমার আশা,তোমার স্বপ্ন, তোমার মেয়ে আমি
টুকরো স্মৃতি সাজিয়ে নেওয়া, স্বপ্ন পাড়ের নৌকো বাওয়া।।
নীল আকাশের তুলোয় চেপে স্বপ্ন জাল বুনতে শেখায় l
"তুমিও বাবা হবে, তুমিও বাবা হবে!"
মুক্ত জীবন বিহঙ্গ ---- আবার বাঁচার স্বপ্ন বোনে ,
দেখা দেয়ে যদি সবুজ স্বপ্ন ঠিকরে উঠতে পারে রামধনু রং