টাপুর টুপুর বৃষ্টি পড়ে
আয় বৃষ্টি ঝেঁপে আয় ।।
স্মৃতি তুুমি বেদনার
থাকতে যদি তুমি পাশে,মন্দ আমি বলো কিসে
বৃষ্টি পড়লে স্মৃতির আড়ালে তোমাকেই শুধু খুঁজি
দুজনেই ট্যাক্সি করে বাড়ি ফিরেছিলাম