সুবাসিত হোক মোর দিনরাত,তব প্রেমসুবাসে....
ভুলতেই চাই,তবু মৃত স্বপ্নেরা ভীড় করে আসে মনে, বিরহী হৃদয় আজও কেঁদে মরে একাকী,সঙ্গোপনে
ভাব জোয়ারে ডুবলে হৃদয়;সব প্রেম প্রথম হয়
আমার ভেতরে কেউ প্রেমকে বাঁচিয়ে রেখে আর একটা খ্রিষ্টমাসের অপেক্ষা করে
ভালোবাসা নিকোটিন হলে, মন তখন তীব্র নেশার স্রোত
সুদূর পানে চেয়ে থাকি,আপনারে ভুলে...