তাও তো বলো সেলফি এমন তোমার ছাড়া আর কার আছে,
পরজন্মে ভালো রাখব তোমায় হয়ে উঠব তোমার সফল প্রেমিক।
তোমার জন্মই তোমার পৃথিবী
ফিরে নাহি আসি তোমার কাছে আর, যদি ধরিতে নাহি পারো আর এই হাত
তোমার প্রথম দেখা গড়িয়া হাটের বাসস্ট্যান্ডে
সারা জীবন হাত টি তোমার ছাড়বো না তো আর