শব্দের সমাধিস্তূপ থেকে উঠে আসা কিছু অবান্তর শব্দগুচ্ছ,যারা কখনো আমার হয়নি অথচ আমার পিছুও ছাড়েনি।তাদের জন্যই আমার এই পণ্ডশ্রম!
তাই বহু সুগভীর অদৃশ্য অশ্রুপাতের স্বয়ং সাক্ষী হয়েই রয়ে যেতে হয় তাই বহু সুগভীর অদৃশ্য অশ্রুপাতের স্বয়ং সাক্ষী হয়েই রয়ে যেতে হয়
এইমাত্র ,সুজাতা একবাটি পায়েস দিয়ে গেছে ভগবান ভেবে নয় এইমাত্র ,সুজাতা একবাটি পায়েস দিয়ে গেছে ভগবান ভেবে নয়