Sudip Hazra

Others

2.8  

Sudip Hazra

Others

কম্পিউটার গেম

কম্পিউটার গেম

1 min
259


ভুলবশত কম্পিউটারটা বন্ধ না করেই ঘুমোতে চলে যায় অঙ্কন। 'ঘোস্ট কোয়েস্ট' গেমের আলোতে সারা ঘরময় রক্তিম হয়ে উঠেছে। স্থির অবস্থায় স্ক্রীনের মধ্যে দাঁড়ানো একটা কঙ্কাল।

প্রায় আড়াইটে নাগাদ অঙ্কনের ঘুম ভেঙে গেল, আচমকা স্পীকারে বেজে ওঠা বন্দুকের শব্দে। "বোধ হয় শাটডাউন করতে ভুলে গেছে" -ভাবতে ভাবতে সেটাকে বন্ধ করতে অঙ্কন দোতলার ঘরে যায়। দরজা খুলতেই দেখে, রক্তাভ শোভায় মেতে রয়েছে ঘরটি। হঠাৎই মনে পড়ে গেল, "নিরানব্বইটা কঙ্কালকে সে মেরেছিল। অবশিষ্ট একটাকে মারতে পারলেই উইন হয়ে যেত। কিন্তু তাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না।" কম্পিউটারের দিকে চোখ পড়তেই অঙ্কন দেখল, স্ক্রীন ভেদ করে কঙ্কালটা বেরিয়ে আসছে তার দিকে। সহসা জ্ঞান হারায় অঙ্কন।


Rate this content
Log in