Debabrata Sarkar

Others

1  

Debabrata Sarkar

Others

ডিয়ার ডায়েরি

ডিয়ার ডায়েরি

1 min
315


চতুর্থ দিন-


আজকে চতুর্থ দিন | সকালে কাজের ব্যাপারে কথা বললাম |তারপরে খবর দেখলাম|রীতিমতো ভয় লাগতে শুরু করলো |এর কোনো শেষ কবে খুঁজেও পেলাম না |রাস্তায় দেখলাম কিছু লোক বেড়িয়েছে|ভালো লাগলো না আজকের দিনে মনটা ,এই সময় কিছু একটা খুব মিস করছিলাম |কিন্তু কি সেটা ধরতে পারছিলাম না|হয়তো পাশে থাকার মানুষ,হয়তো একটু কথা বলার মানুষ |কিন্তু মানুষ তো তাই কথা বলে না |বড় স্বার্থ পর সবাই |এই সব নানা কথা চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম কম্পিউটার টেবিল এ মাথা রেখে খেয়াল ই নেই |হটাৎ মা ডাকলো যায় খাবি আয়|বুঝলাম দুপুর হয়ে গেছে |খেয়ে একটু বিশ্রাম করলাম,বিকেলে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে সন্ধে নেমে এল |তারপর আর কি যে কে সেই ,থাকে কালকে বলবো আজকে থাক,গল্প আস্তে আস্তে বলতে হয় |


Rate this content
Log in