"নারী"যোগ
"নারী"যোগ
1 min
141
নারীত্ব কেবল শব্দ নয় তুচ্ছ
অনেক তার গভীরতা,একরাশ একগুচ্ছ
নারীগর্ভেই মাতৃত্বের সূচনা
যা এঁকে দেয় তাজা এক জীবনের আল্পনা
নারীহৃদয় কোমল সদা, ভালোবাসায় ভরা
তবু দুর্বল নয় সে চিত্ত,বৃথা আবেগে মোড়া
স্নেহে যে সে মমতাময়ী,সময়কালে স্বামীসোহাগিনী
কখনো আবার কর্তব্যে অটল,দৃঢ় ও সংগ্রামী
হোক পরিবার কিংবা জগৎ অপার
সবখানেতে বাস যে নারীর,অবাধ পারাপার।।
