গঙ্গাসাগর স্নান ২
গঙ্গাসাগর স্নান ২

1 min

395
ধর্ম ফেরে না, ফিরে আসে মানুষ ।
জল থেকে সমুদ্র
কেউই নেয় না, ফেরায়, ফিরিয়ে দেয় ,
অশুচি, অস্পৃশ্য মাথা নত করে
নত হয় চাঁদের গভীরে,
অতি ইন্দ্রিয়ের সম্মুখে
সব স্নাত হয়,
সমস্ত ধর্মের কাছে যা পরিশ্রাণ
তাই গঙ্গার কাছে পরিব্রাজক,
পরিশ্রুত জীবনবোধ ।।