এন আর সি ২
এন আর সি ২

1 min

298
কেউ বলে দেশ বলে, কেউ বলে আমি
একটি পুজোর পরও মিথ্যে হিয় বেদী
শুকিয়ে আসে ফুল, দেবতারাও
ফিরে যায় দেবতাদের কাছে,
মানুষ কেবল খুঁজে ফেরে মানুষ
আর ধর্ম কিংবা দেশ কেবল
খুঁজে ফেরে আকাশ, মাটি ,জল ।।