Abhijit Halder

Abstract Fantasy Inspirational

4  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

অবকাশ -৭৩

অবকাশ -৭৩

1 min
22


কবিতা মানুষের জন্য

পৃথিবীকে বললাম মানুষ খুঁজতে

এমন মানুষ নয় ! তেমন মানুষ পাওয়া যায় না।

কবিরা মানুষ হতে পারে না

অমানুষ হয়ে থাকে চিরকাল

অথচ কবিরা গ্যামাসিনের রঙে শব্দ সৃষ্টি করে কবিতার।

আপনারা বলুন কতটা পরিমাণ বাষ্প আকাশের দিকে গেলে মেঘ হয়ে যায় ?

এমনকি এই মেঘ থেকেই দূরে থেকেছি আমরা

এই মেঘ বৃষ্টি আনে না ! আনে অশ্রুলালিত ভেজা চোখ।

প্রতিনিয়ত পাঁজর ভাঙ্গার শব্দে ঘুম ভাঙে মানুষের

এমনকি গত রাত্রে যারা ঘুমিয়ে ছিল

তারা হয়তো ঘুম থেকে উঠতে পারবে না জেনেই ঘুমিয়ে ছিল

এ ঘুম চিরকালের

এ ঘুম অনন্ত অবিরাম।

কবিতা মানুষের জন্য

পৃথিবীকে বাঁচানোর জন্য পথ চলা কবিদের

কিছু কবিতা শব্দের জন্য বেঁচে থাকে চিরকাল

আর কিছু কবিতা শব্দের অভাবে মরে যায় দিবারাত।

তোমাদের জন্য সমস্ত ঋতু ঝরে যায় অবহেলায়

কবিরা মানুষ হতে পারে না !!

মানুষ কি মানুষ হতে পারে নাকি অমানুষ থাকে চিরকাল !!

© Copyright Reserved

- Abhijit Halder

     14.11.2023


Rate this content
Log in