STORYMIRROR

Abhijit Halder

Abstract Inspirational Others

4  

Abhijit Halder

Abstract Inspirational Others

তবুও প্রেম আছে

তবুও প্রেম আছে

1 min
21


মৃদুভাবে পড়ে চাঁদের ফ্যাকাশে আলো পৃথিবীতে,

 রাত একটি মৃদু আলোকবর্তিকা মনে হয়।

 নক্ষত্রগুলো হীরার মতো উজ্জ্বল জ্বলজ্বল করে,

 একটি স্বর্গীয় প্রদর্শনী, যা একটি বিস্ময়কর দৃশ্য ।


 সূর্যের রশ্মি পরিশুদ্ধ করে হৃদয়ের জড়তাবোধকে,

 একটি উষ্ণ আলিঙ্গন, একটি নতুন প্রেম ফিরে আসে 

 হাওয়াদের গোপন কথা ফিসফিস নরম এবং সত্য

 একটি মিষ্টি সেরেনেড, শুধু তোমার জন্য অপেক্ষা করছে পথ চেয়ে চেয়ে।


সত্যতা আছে লুকিয়ে প্রেমের চরণে 

ঠাঁই নেই সরলতার প্রতি বিশ্বাস স্থাপনে মিথ্যা অজুহাতে 

িসর্জনের প্রলুব্ধ নিয়মে বিলিয়ে গেছে বিলিনতা 

তবুও প্রেম আছে হৃদয়ে

তবুও প্রেম আছে হৃদয়ে।।


নক্ষত্রের নীচে প্রহরের পাতায় জমে আছে অসংখ্য স্মৃতির যন্ত্রণা 

তবুও প্রেম আছে হৃদয়ে 

তবুও প্রেম আছে পৃথিবীতে।

জন্মের ইতিহাস সততার অমরত্ব বন্দী নীহারিকার কারাগারে 

যুদ্ধের আগুনে নেভে না প্রেমের দাবানল 

মোছে না প্রেমের অনুভূতি আর শিহরণ বেপরোয়ার অঙ্গিকার।।


© Copyright Reserved 

      Abhijit Halder 

       15.09.2024


Rate this content
Log in