তরুণ কবি ও গল্পকার কামরান চৌধুরী এর জন্ম ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর চট্টগ্রাম জেলায়। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং সরকারী সিটি কলেজ,চট্টগ্রাম হতে এইচএসসি পাস করেন।পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম(ইউএসটিসি) এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি লাভ... Read more
তরুণ কবি ও গল্পকার কামরান চৌধুরী এর জন্ম ১৯৯৬ সালের ৫ই ডিসেম্বর চট্টগ্রাম জেলায়। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং সরকারী সিটি কলেজ,চট্টগ্রাম হতে এইচএসসি পাস করেন।পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম(ইউএসটিসি) এর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকে তিনি কবিতা,গল্প এবং উপন্যাস,কমিকবুক পড়তে বেশ ভালোবাসেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি সক্রীয় হন লেখালিখির কিছু অনলাইন প্লাটফর্মের সাথে। সেই থেকে তার লেখালিখির যাত্রা শুরু। কবিতা লেখার পাশাপাশি তিনি সম্পাদনা করেন তার প্রথম বই “কাব্যের নিশাচর”। এছাড়া “নিশিরাতের কাব্য”, “অনুভূতির আয়না”,“ কাব্যোদয়-স্লোক সংকলন(১)” বইগুলোতে তার বেশ কিছু কবিতা প্রকাশিত হয়। যা বেশ পাঠকপ্রিয়তা লাভ করে। কবিতা লেখার পাশাপাশি ছোটগল্পও লেখা হয় তার। “নিথর ইস্টিশন” তার প্রথম গল্পগ্রন্থ। প্রেম,ভালোবাসা,সুখ,দুঃখ,বিরহ,সামাজিক বিষয় নিয়ে তিনি লিখে থাকেন। উদীয়মান এই লেখক অনলাইন জ্ঞান আদান-প্রদানের প্লাটফর্মখ্যাত রাইটার্স ক্লাব বিডিতে কন্টেন্ট রাইটিং টিম হেড এবং ভারতের কলকাতার দ্যা লস্ট ক্যালেন্ডার পেইজে ভোকাল আর্টিস্ট হিসেবে যুক্ত আছেন। Read less