STORYMIRROR

Shubhadip Saha

Children Stories Drama Children

3  

Shubhadip Saha

Children Stories Drama Children

সান্তা ক্লজ🎅

সান্তা ক্লজ🎅

1 min
165

মা আসবে, আজ তো আমার সান্টাক্লজ । হ্যাঁ রে বাবান, আজ সত্যিই আসবে তোর সান্তা। আজ বড়দিন না! নাও, নাও শিগগির নাও দাঁত ব্রাশ করে ; এবার আমরা কেক কাটবো আর তোমার জন্য কত সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো। কি উপহার নিয়ে এসেছো মা এই লাল ব্যাগে তে। আচ্ছা, আমি তো তোমার জন্য লাল টুপি পড়েছি - লাল জামা পড়েছি ; তোমার জন্য কত উপহার নিয়ে এসেছি, আমি কি তোমার সান্তা ক্লজ নই। তুমি আমার মিষ্টি মা, তুমিও আমার সান্তা ক্লজ।( বাবান মুখ ধুতে গেলে ) স্মৃতি দরজার সামনে দাঁড়িয়ে আজও একনাগাড়ে বলতে থাকে, " কবে আসবে তুমি রোহন? দেখতে দেখতে আট বছর হয়ে গেল তোমার দেখা নেই। তোমার দেখা নেই। তুমি আমাকে না জানিয়ে কোথায় চলে গেলে? কেনই বা চলে গেলে! প্রতি বছর বড়দিন আসে অধীর অপেক্ষায় থাকি তুমি আসবে। তুমি বাবানের জীবনের সান্তা ক্লজ হয়ে এসে ওকে উপহার দেবে। আর কতদিন ওকে মিথ্যে কথা বলবো বলতে পারো! " মা তুমি কাঁদছো কেনো? চলো চলো দ্যাখো তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। 


Rate this content
Log in