STORYMIRROR

Soma Halder

Children Stories Comedy Fantasy

3  

Soma Halder

Children Stories Comedy Fantasy

মাছের গাছ

মাছের গাছ

2 mins
226

অনেক দিন ধরেই দেখছি , গাছে অনেক ফল হয়েছে আমাদের । সে কত রকমের গাছ ! আমাদের বাড়িতে নানা রকমের গাছ আছে । ফলের গাছ , ফুলের গাছ , পাতাবাহারি গাছ । ফলের মধ্যে আছে কাঠাল গাছ , কলা গাছ , ডালিম গাছ । ফুলের মধ্যে আছে জবা ফুল , ধূতরা ফুল , দোপাটি ফুল , আকন্দ ফুল । কিন্তু , অমন একটি গাছও নেই ! অমন গাছের শখ আমার বহুদিনের , অমন গাছ আমি কোথা গেলে পাই ???


   ভাবছো তোমরা , আমি কেমন গাছের কথা বলছি ? আছে গো আছে ! এমন গাছও আছে । ফলের বীজ মাটিতে পুঁতলে যদি , ফলের গাছ হয় ! তাহলে " মাছের কাঁটা যদি পুঁতি , মাছ হবে না কেন ? "


  সারাদিন মাছ ঝুলবে গাছে , যখন ইচ্ছে হবে পেড়ে খাবো তাকে ! কতই না মজা হবে , রকমারি মাছ ঝুলবে গাছে । রুই, কাতলা, চিংড়ি , ভোলা , ভেটকি আর প্রমফেট ! ভাবছো তোমরা ইলিশ বললাম না কেন ? আমি যে কাঁটা ছাড়িয়ে খেতে পারিনা এখনও ! তবে মা আমার ইলিশ খেতে খুব ভালোবেসে , মা আমার তাই ইলিশ গাছই লাগবে ! বাবা আবার ছোটো মাছ ভালোবাসে , মানে ওই বাটা , ল্যাঠা , কই , ফোলুই , পাবদা আরো কতো কি ....! অত সবার কি আমি নাম জানি ...! তবে এতে খুশি হবে সবচেয়ে বেশি দুজনই ....


  " আমার ঘরে দুটো হ্যাংলা হুলো বিড়াল । তাদের থেকে বেশি খুশি হবে কে আর ? " তাই বলছি লাগাবো আমি এই " মাছের গাছ "। 


               




Rate this content
Log in