যন্ত্রণা
যন্ত্রণা




যখন তোর ব্যথাগুলো উপচে উঠছে রোজ,
আর আমি তার একটুও কমাতে পারছি না
তখন আমি কবিতা লিখে যায় একের পর এক ।
এই একেকটা কবিতা একেকটা হিসেব, তারিখ,
মূলত আমার যন্ত্রণাগুলোর সাক্ষী ।
তোর প্রেমিক পুরুষটাও নিরুপায়,
ফেঁসে আছে এক বিষাক্ত মায়াজালে ।
তোকে এইবার পাগল নদী হতে হবে,
ভাসিয়ে নিয়ে যেতে হবে সমস্ত কিছু ।
আর বিষাক্ত মায়াজাল থেকে তোর প্রেমিককে
মুক্ত করে শান্ত হয়ে যেতে হবে পুরোপুরি ।
দেখিস, আমার কবিতাগুলোয় আর তেমন
কোনও যন্ত্রণা থাকবে না ।