সর্বহারা নিজস্বীর ডাক
সর্বহারা নিজস্বীর ডাক
যখন প্রয়োজনে
আঁকড়ে বাঁচতে চাই
তখনই কেন
প্রত্যাখ্যান করেছো আমায়?
এই বাঁচতে চাওয়া
শুধু প্রেমিকের হাত ধরে নয়
সেসব মানুষগুলো তটে
যারা আমায় কিছু শব্দে ভুলিয়েছিলো
বিশ্বাসে জড়িয়েছিল
আমার অস্তিত্বের পথপ্রদর্শক যারা
আমার এ প্রশ্ন তাঁদের দিকে
উত্তর পেলে একবারটি জানিয়ো
আমি এখানেই
একা হেরে বসে আছি.