কবিতাঃ-ঠাকুর পুজো
কবিতাঃ-ঠাকুর পুজো
এ বোশেখে বড় ঘট্টা কইরে ঠাকুর পুজি হইল গ
বস্তির যত ছেলে ছোঁড়া, মাষ্টরের কাছে আস্যে,রাইত জেগ্যে
মালা গাঁইথল,চন্নন বাইটল,ভোরের কাক ডাইকতেই মাষ্টর
একখান বাঁধাই ফোটো সাজ্জে সক্কলরে লিয়ে পথ হাঁইটলো।
এ ঠাকুর দেখতে কেমনে মানুষ পারা!
চট পেইতে শোনালে ঠাকুরের কতকতা...এ-ই এক জেবনে
এত্ত কিছু!
অবিশ্যি ঠাকুর বইলে কতা..
দুপুরে শালপাতায় খাওয়ালে ভরপেট্টা লুচি ছোলার ডাল।
বেলা গইড়েই ছেলে পিলেরা সাজ্জেগুজ্জে নাচল,গাইল।
আমার ছেলাডারে 'অমল' সাজায়ছিল,মাষ্টার কইছিল
এ ঠাকুরের নাম রবি ঠাকুর, মনে ভেতরে এঁর বাস।
একখান পেন্নাম ঠুক্যে কইলাম, "আসচে বারের অপেক্ষায়
থাইকলাম ঠাকুর অপেক্ষায় থাকলাম"।