Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Monosree De

Abstract Inspirational

3  

Monosree De

Abstract Inspirational

কবিতাঃ-ঠাকুর পুজো

কবিতাঃ-ঠাকুর পুজো

1 min
173


এ বোশেখে বড় ঘট্টা কইরে ঠাকুর পুজি হইল গ

বস্তির যত ছেলে ছোঁড়া, মাষ্টরের কাছে আস্যে,রাইত জেগ্যে

মালা গাঁইথল,চন্নন বাইটল,ভোরের কাক ডাইকতেই মাষ্টর

একখান বাঁধাই ফোটো সাজ্জে সক্কলরে লিয়ে পথ হাঁইটলো।

এ ঠাকুর দেখতে কেমনে মানুষ পারা!


চট পেইতে শোনালে ঠাকুরের কতকতা...এ-ই এক জেবনে

এত্ত কিছু!অবিশ্যি ঠাকুর বইলে কতা..

দুপুরে শালপাতায় খাওয়ালে ভরপেট্টা লুচি ছোলার ডাল।

বেলা গইড়েই ছেলে পিলেরা সাজ্জেগুজ্জে নাচল,গাইল।

আমার ছেলাডারে 'অমল' সাজায়ছিল,মাষ্টার কইছিল

এ ঠাকুরের নাম রবি ঠাকুর, মনে ভেতরে এঁর বাস।

একখান পেন্নাম ঠুক্যে কইলাম, "আসচে বারের অপেক্ষায়

থাইকলাম ঠাকুর অপেক্ষায় থাকলাম"।


Rate this content
Log in

More bengali poem from Monosree De

Similar bengali poem from Abstract