কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম


তুফান ভাঙ্গা ঢেউ- তুমি
তুমি কাজী নজরুল
বিপ্লবী আগুনে রাঙ্গানো- তুমি
বিদ্রোহী এক ভীমরুল।
বিংশ শতাব্দীর বাংলা মননে
তুমি কবি বিদ্রোহী।
মিলন মালার বৃন্ত কুসুমে
তুমি সবার অগ্রণী।
তুমি অগ্নিবীণার তারে
বাজা এক বিদ্রোহী বাঁশি
বিদ্রোহী গানের সুরে
জাগানো চেতনা রাশি রাশি।
উৎপীড়িতের ক্রন্দন রোলে তুমি
কখনো শ্যামের হাতের বাঁশরীতে
ভগবান আল্লাহর মাঝে তুমি,
তুমি গজলে শ্যামা সংগীতে।
দরিদ্রের ঘরে আলো জ্বালানো
গৈরিক বেদুইন তুমি
তুমি বীর চির উন্নত শির
তুমি শ্রেষ্ঠ সন্তান এই বিশ্ব বিধাত্রির।