ইচ্ছেডানার গান
ইচ্ছেডানার গান


মনের মাঝে একটুখানি বাসা
সেই উঠোনে পা পড়েছে তোর
বুকের ভিতর স্মৃতির নকশী কাঁথা
বুনছে আজও তোরই স্মৃতির ডোর
মনদালানের চোরকুঠুরীর কোণে
যেইখানেতে ঠোঁট ছুঁয়েছে তোর
সেইখানেতে আজ স্বপ্নভাঙার গানে
তোর সুরেতেই হয় যে আমার ভোর
ফিরিয়ে যে দেয় তোর হাতেরই ছোঁয়া
হাতের মাঝের পাপড়ি-খসা জুঁই
ফিসফিসিয়ে বলছে যেন হেসে
আগের মত একটু তোকে ছুঁই
চোখের মাঝে ধুপছায়া রং আশা
গল্প শোনায় তোরই স্মৃতির বান
মনদালানে তোরই যাওয়া-আসা
বুকের ভিতর পাগলাঝোরার গান
ইচ্ছেগুলোর অমল-তাসের বনে
হয়ত বা কোন গোপন নিঝুম কোণে
হারাতে চায় ধুপছায়া রং মেখে
তোর ছায়াতেই একটু সঙ্গোপনে
আকাশ সাজে মেঘের ওড়না পড়ে
চোখের কোণে বর্ষারানীর গান
রামধনু আজ পথ ভুলে যায় কেবল
আকাশ জুড়ে বেহাগ সুরের গান
হারাতে চাই মেঘের তীরে তীরে
সঙ্গে নিয়ে উদাসী এক প্রাণ
শুনিয়ে গেলাম তোমার কানে কানে
আমার গাওয়া শেষ বিকেলের গান।