STORYMIRROR

Anindita Bhowmick

Abstract Fantasy Others

4.7  

Anindita Bhowmick

Abstract Fantasy Others

ইচ্ছেডানার​​​​​​ গান

ইচ্ছেডানার​​​​​​ গান

1 min
395


 

মনের মাঝে একটুখানি বাসা

          সেই উঠোনে পা পড়েছে তোর

বুকের ভিতর স্মৃতির নকশী কাঁথা

         বুনছে আজও তোরই স্মৃতির ডোর


মনদালানের চোরকুঠুরীর কোণে

           যেইখানেতে ঠোঁট ছুঁয়েছে তোর

সেইখানেতে আজ স্বপ্নভাঙার গানে

         তোর সুরেতেই হয় যে আমার ভোর


ফিরিয়ে যে দেয় তোর হাতেরই ছোঁয়া

           হাতের মাঝের পাপড়ি-খসা জুঁই

ফিসফিসিয়ে বলছে যেন হেসে

            আগের মত একটু তোকে ছুঁই


চোখের মাঝে ধুপছায়া রং আশা

            গল্প শোনায় তোরই স্মৃতির বান

মনদালানে তোরই যাওয়া-আসা

          বুকের ভিতর পাগলাঝোরার গান


ইচ্ছেগুলোর অমল-তাসের বনে

       হয়ত বা কোন গোপন নিঝুম কোণে

হারাতে চায় ধুপছায়া রং মেখে

           তোর ছায়াতেই একটু সঙ্গোপনে


আকাশ সাজে মেঘের ওড়না পড়ে

            চোখের কোণে বর্ষারানীর গান

রামধনু আজ পথ ভুলে যায় কেবল

           আকাশ জুড়ে বেহাগ সুরের গান


হারাতে চাই মেঘের তীরে তীরে

          সঙ্গে নিয়ে উদাসী এক প্রাণ

শুনিয়ে গেলাম তোমার কানে কানে 

        আমার গাওয়া শেষ বিকেলের গান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract