বৃষ্টি ও সুখ-দুঃখ
বৃষ্টি ও সুখ-দুঃখ


রোদ উঠেছে ঝলমলিয়ে,
হাসছে পাতা খিলখিলিয়ে,
ডাকছে পাখি কলকলিয়ে, বৃষ্টি থামার শেষে;
শহুরে বাবু প্যান্ট গুটিয়ে,
পথের কাদা যান বাঁচিয়ে,
খেলছে দেখো জল ছিটিয়ে, ছেলেরা মাঠে এসে।
সাগরপারে ভেঙেছে বাঁধ,
বদলে গেছে ছিরি ও ছাঁদ,
মরমী বধূর মরেছে সাধ, চোখের কোণে জল;
সাধ্য না থাক সাধ তো ছিল,
স্বপ্ন চোখে কাজল কালো,
বাঁধভাঙা জল সব ঘোচালো, ভাঙলো বুকের বল।
বস্তিঘরের টিনের ছাদ,
চাঁদের আলো বাড়ায় হাত,
পারে না সইতে বৃষ্টিঘাত, বানভাসি আজ ঘর;
মনখারাপি ছোট্ট মেয়ে,
দেখছে শুধু চেয়েচেয়ে,
খাতার পাতা ঝাপসা হয়ে, মিলিয়ে যায় আখর।
জীবন নদীর ভাঙলে এ কূল,
ও কূল গড়ে নেই তাতে ভুল,
ফুটছে ঝরছে রোজ কত ফুল, সবই নিয়মে বাঁধা;
প্রকৃতি রানীর এই খেলাঘরে,
কত কিছু রোজ ভাঙে আর গড়ে,
কত কিছু আছে বোধের বাইরে, আমরা ভাবি ধাঁধা।