অন্য আমি
অন্য আমি


ব্যস্ত ছিলাম নিজের জগতে
বিশ্ব যে অদৃশ্য ভাইরাসের দখলে,
তা পারিনি জানতে ।
হঠাৎ, জীবন ছন্দে হলো পতন
ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া
আমিটা খুঁজে পেলাম তখন।
চেনা ব্যস্ত রাস্তা হয়ে গেছে শান্ত,
মুখোশের আড়ালে ঢেকে মুখ
আমি আজ ক্লান্ত।
অযত্নে দূরে সরে যাওয়া হাত গুলো
শক্ত করে
আমায় আঁকরে ধরলো।
ক্লান্ত আমি
এই কঠিন
সময়ের দাবী মেনে
আজ আমি শান্ত
খুঁজে চলেছি
এক নতুন
দিগন্ত!