Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#52 Week Writing Challenge - 2022 (Edition 5)

SEE WINNERS

Share with friends

লেখার কাজ আসলে কিন্তু ভীতিপ্রদ।লেখা শৈল্পিক দিক থেকে উৎকর্ষতার শিখরে পৌঁছচ্ছে কী না? ব্যাকরণ এর সমস্ত নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কী না? এবং আরো হাজার টা চিন্তা লেখকের মনের মধ্যে ঢুকে তাকে ভয় দেখাতে ছাড়ে না। আপনি একটা খুব ছোট ভাবনা ভাবলেন, কিন্তু যেই সেটা নিয়ে লেখা শুরু করলেন আপনার মনে হলো যে আপনি আপনার শরীরের ভিতরের অন্ত্র গুলোকে বাইরে বার করে ফেলছেন প্রয়োজনীয় শব্দ প্রকাশের অক্ষমতায়।

স্টোরিমিরর আপনাকে আমন্ত্রন জানাচ্ছে ৫২ সপ্তাহের রাইটিং চ্যালেঞ্জ এর ৫ম সিজনে অংশ নিতে।এই প্রতিযোগিতা আপনার লেখার ক্ষমতাকে নিয়ে যাবে সম্পূর্ণ অন্য একটি স্তরে।

নতুন কী আছে?

লেখক কে প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা বিষয়ের জন্য লেখা দিতে হবে। এখানেই সব থেকে আকর্ষক আর মজার বিষয় টি হলো এই প্রম্পট গুলি দেবে আমাদের প্রতিযোগীরাই। প্রত্যেকবার আমরা আমাদের প্রতিযোগীদের মেল পাঠাবো প্রম্পট সম্মন্ধিত মতামতের জন্য এবং প্রতিযোগীরা সেই মেলের রিপ্লাইতে তাদের মতামত পাঠাবেন। সব কিছুর মধ্যে থেকে আমরা বেস্ট প্রম্পট গুলি কে বেছে নেব এবং সেগুলি কে নির্বাচিত করা হবে ৫২ সপ্তাহ রাইটিং চ্যালেঞ্জ এর জন্য।

নোট- গল্প আর কবিতার জন্য আলাদা আলাদা প্রম্পট থাকবে।

প্রম্পটস -

১) গল্প- ২০২১ এ আপনার কোথাও যাত্রা নিয়ে একটি গল্প লিখুন।

১) কবিতা - ২০২১ এ আপনার কোথাও যাত্রা নিয়ে একটি কবিতা লিখুন।

২) গল্প - একজন গরীব ছেলে অথবা মেয়ে যে একটি দুর্ভাগ্যজনক জীবনের সামনে এলো তাকে নিয়ে একটি গল্প লিখুন।

২) কবিতা - শীত কালে বাইরে কাটানো একটি সন্ধ্যা নিয়ে একটি কবিতা লিখুন। 

নিয়ম

১) প্রতিযোগী কে হয় ৫২ টি গল্প না হলে ৫২ টি কবিতা ক্রমাগত ৫২ সপ্তাহ ধরে জমা দিতে হবে। যেটা হলো, প্রতি সপ্তাহে (কবিতা/গল্প) একটি।

২) উদাহরন স্বরুপ বলা যায়, যদি আপনি জানুয়ারির ২০২২ এর ৩ সপ্তাহে প্রথম লেখা জমা দেন তাহলে আপনি জানুয়ারি ২০২৩ এর জানুয়ারির ৩ সপ্তাহ পর্যন্ত জমা দিতে পারবেন লেখা।

৩) প্রতিযোগীরা গল্প বা কবিতা যে কোন বিভাগে নাম নথিভুক্ত করতে পারেন। যদিও, ৫২ টা জমা হওয়ার সব কটাই হয় কবিতা হতে হবে না হলে গল্প।

৪) লেখা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বিরতি বা ছেদ হলে হবে না।একবার জমা দেওয়া শুরু করলে ক্রমাগত জমা দিয়ে যেতে হবে। যদি বিরতি বা ছেদ হয় তাহলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হবে।

৫) প্রতিযোগিতাটিকে বেশ কিছু ছোট মিনি রাইট - এ - থনে ভাগ করে নেওয়া হয়েছে

- ১৩ সপ্তাহ রাইট - এ - থন

- ২৬ সপ্তাহ- রাইট - এ - থন

- ৩৯ সপ্তাহ রাইট এ থন

একটি বিভাগ উত্তীর্ণ হলে তবেই বিভাগের সুবিধা পাওয়া যাবে

৬) লেখা কতবার পড়া হয়েছে এবং কত সংখ্যক লেখা জমা দেওয়া হয়েছে তার ভিত্তিতে এবং সম্পাদকীয় ফলাফলের ভিত্তিতে বিজেতা নির্বাচিত করা হবে। ৫২ টি লেখার ক্ষেত্রে এই ফলাফলটি দেখা হবে

৭) স্টোরি মিরর এর সিদ্ধান্তই সব থেকে ফাইনাল এবং সমস্ত প্রতিযোগীর জন্য প্রযোজ্য।

(প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোনো মূল্য লাগবে না)

পুরস্কার

১) প্রত্যেক ভাষার দুজন বিজেতা (একজন কবিতা এবং একজন গল্পের) একটি সুযোগ পাবেন স্টোরি মিরর এর তরফ থেকে তাদের বই প্রকাশের।

২) ১৩ সপ্তাহ টানা লেখা জমা দিলে পাবেন ডিজিট্যাল সার্টিফিকেট।

৩) ২৬ সপ্তাহ অতিক্রান্ত হলে যেটা হলো জানুয়ারির অর্ধেক প্রতিযোগী একটি ১০০ টাকার শপ ভাউচার পাবেন যা দিয়ে তিনি স্টোরি মিরর স্টোর থেকে কিছু কিনতে পারবেন।

৪) ৩৯ সপ্তাহ অতিক্রান্ত হলে তিনি একটি স্টোরি মিরর স্টোরে কেনাকাটার জন্য একটি ২০০ টাকার শপ ভাউচার পাবেন।

৫) বাহান্ন (৫২) সপ্তাহ অতিক্রান্ত হলে স্টোরি মিরর প্রতিযোগীর ই- বুক প্রকাশ করবেন এবং সার্টিফিকেট দেবেন।

ভাষা

নিম্নলিখিত ভাষা গুলিতে লেখা দেওয়া যাবে। ইংরেজি,হিন্দি,মারাঠি,ওড়িয়া, গুজরাটি,তামিল,তেলেগু ,কানাড়া এবং বাংলা।

নোট - যদি আপনি একাধিক ভাষায় লেখা জমা দিতে চান তাহলে আপনাকে প্রত্যেক ভাষায় আলাদা করে লেখা ক্রমাগত জমা করে যেতে হবে ।

যোগ্যতা - জমা দেওয়ার সময়কাল -

জানুয়ারি ১,২০২২ থেকে এপ্রিল ১৫,২০২৩

রেজিস্ট্রেশন করতে পারবেন - ৩০ শে এপ্রিল, ২০২২ পর্যন্ত

ফলাফল – জুন ২০২৩

Contact:

Email: neha@storymirror.com

Phone number: +91 9372458287