STORYMIRROR

Feroj Alif

Children Stories Classics Children

4  

Feroj Alif

Children Stories Classics Children

তিনটি মেঘের বন্ধু

তিনটি মেঘের বন্ধু

1 min
383

একটি ছোট্ট গ্রামে ছিল একটি ছোট্ট শিশু, নাম তার রাহী। রাহী খুব ভালো শিশু ছিল। সে সব সময় পাখিদের সঙ্গে খেলত, গাছের ছায়ায় বসে গল্প শুনত এবং আকাশের দিকে তাকিয়ে ভাবত—"আকাশে যে মেঘগুলো ভেসে থাকে, তারা কোথায় যায়?"

একদিন, রাহী আকাশের দিকে তাকিয়ে দেখল তিনটি মেঘ খুব সুন্দরভাবে আকাশে ভেসে যাচ্ছে। মেঘগুলোকে দেখে রাহী খুব খুশি হলো এবং সে মেঘগুলোর কাছে গিয়ে জানতে চাইল, "তোমরা কোথায় যাচ্ছো?"

প্রথম মেঘটি হাসতে হাসতে বলল, "আমি যাচ্ছি সাগরের দিকে। সেখানে বড় বড় ঢেউ আমাকে আদর করবে।"

দ্বিতীয় মেঘটি মিষ্টি গলায় বলল, "আমি যাচ্ছি পাহাড়ের উপরে, সেখানে ঠাণ্ডা হাওয়া আমাকে কুলিয়ে দিবে।"

তৃতীয় মেঘটি একটু দুঃখী হয়ে বলল, "আমি জানি না, আমি কোথায় যাচ্ছি। আমি শুধু ভেসে যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায়।"

রাহী তখন বলল, "তোমরা তো সবাই অনেক সুখী! তোমরা যেখানেই যাও, ভালো কিছুই হবে।"

তিনটি মেঘ একসঙ্গে হেসে উঠল এবং বলল, "আমরা জানি, ছোট্ট রাহী, তুমি আমাদের বন্ধু। তুমি আমাদের দেখেও খুশি হয়েছো, এটাও অনেক ভালো!"

রাহী তখন ভাবল, "আসলে আমরা সবাই একে অপরের বন্ধু। আকাশে মেঘ, গাছের নিচে পাখি, আর আমার মতো ছোট্ট শিশুরাও একসাথে পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলে।"

এরপর রাহী প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে দেখত, মেঘগুলো কীভাবে তার পথ চলতে থাকে, আর সে নিজে জানত—যেখানে যাই না কেন, ভালো কিছু হবে, যেমন মেঘের জীবন।

শেষ।


Rate this content
Log in