Provas Jana

Others

3.4  

Provas Jana

Others

রাজশ্রী আর প্রভাস

রাজশ্রী আর প্রভাস

2 mins
445


আজ ছোট্ট একটি গল্প শোনাবো যা আমি প্রায় পাঁচ বছর আগে লিখেছিলাম পছন্দ হলে লাইক করবেন। 


রাজোশ্রী আর প্রভাস পার্কের চেয়ার এ বসে জ্যোৎস্না আলোয় হাতে হাত রেখে এক ধ্যানে মগ্ন।ভালোবাসার কথা বলতে বলতে হঠাৎ রাজশ্রীর কি মনে হল প্রভাসকে জিজ্ঞাসা করে বসলো



- আচ্ছা আমার যদি কোনোদিন অন্য কারোর সাথে বিয়া হয়ে যায় তাহলে তুমি কি করবে 



প্রভাস- আমি তোমায় ভুলে যাব। 



কথাটা শুনে হঠাৎ রাজোশ্রীর মুখটা সুখে কাঠ হয়ে গেলো আর রেগে বলে উঠলো 



- বাহ এই তুমি আমায় ভালোবাসো 


এই নাকি তুমি আমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারোনা। 


হ্যাঁ হয়ত কোনো কারণে আমাদের বিয়ে নাই বা হতে পারল তা বলে আমায় ভুলে যাবে তুমি, আমাদের এতদিনের সম্পর্ক তুমি কি করে ভুলে যেতে পারো। 


কথাটা বলে রাজোশ্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, 



প্রভাস রাজোশ্রীর হাতটা শক্ত করে ধরে থাকায় 


রাজোশ্রী তার হাতটা ছাড়তে বললো 



ছারো হাতটা, মিথ্যে ভালোবাসা আমার চাইনা, তোমরা সব ছেলেরাই এক 



কথাটা বলার কিছু মুহূর্তের পর সে নিজেই বুঝতে পারলো প্রভাস তার হাতটা ছাড়বে না, সে বসে পড়লো কিন্তু তার দিকে তাকিয়ে না থাকতে দেখে 


প্রভাস বললঃ 



-শুধু আমিই না তুমি ও আমায় ভুলে যাবে


 


রাজোশ্রী রেগে বললো - মোটেই না 



প্রভাস- বিয়ের কিছুদিন আমরা দুজন লুকিয়ে হয়তো কোথাও দেখা করব, বসে শেষ আলাপ, গল্প, পুরোনো কিছু স্মৃতি মনে করে মন মোরা হয়ে বাড়ি ফিরব, রাতে তুমি জেগে আমার দেওয়া জিনিস ঘাঁটবে, আমি, সেই একলা অজানা পাখির মত ফেসবুক এ তোমার chat পড়ব আর বালিস ভেজাবো। বিয়ের দিন সকাল বেলায় তুমি গায়ে হলুদ লাগিয়ে স্নানের ফাঁকে চোখের জল ফেলবে, আর আমি কোথাও বসে হয়তো নিজেকে শেষ করার চিন্তা ভাবনা করব। 


বিয়ের রাতে শত গয়না আর লোকের ভিড়ে তুমি কাঁদতে ভয় পাবে, মায়ের হাসি মুখ দেখে তুমি কাঁদতে পারবেনা, ক্যামেরার, আলো আর, স্পট লাইট এর দিকে তাকিয়ে থাকা তুমি এক ভেলকি দেখনো হাসি হেসে নিজের দুঃখ লোকাবে। আর এদিকে আমি, মা বাবার কথা ভেবে নিজেকে শেষ না করতে পেরে নেশা করে হয়তো চোখের জল ফেলব আর বন্ধুরা আমায় সান্ত্বনা দেবে,


পরের দিন নতুন বাড়ি, নতুন, অচেনা লোকের ভিড়ে ভীতু হয়ে নিজের দুঃখ লোকাবে, নতুন করে, ভালোবাসা, নতুন সংসার বাঁধতে চেষ্টায় তুমি আমায় প্রায় ভুলেই যাবে, তোমার শনতান, স্বামী, তাদের , খাওয়া দাওয়া, শরীরের খেয়াল রাখতে রাখতে তুমি এতটাই ব্যাস্ত হয়ে পড়বে যে তুমি আমায় সম্পূর্ন তখন ভুলে যাবে। এদিকে নিজেকে সামলানোর চেষ্টায় আমিও বাড়ির লোকের কথা ভেবে নতুন কাউকে পেয়ে তোমাকে ভোলার চেষ্টা করব। হয়তো কোনোদিন আমাদের রাস্তায় দেখা হবে কিন্তু সেদিন তুমিও আমায় ভুলে গেছো আর আমিও, শুধু hi, hello, how are you, fine এ কথা শেষ হবে, কিন্তু 


যেদিন তুমি আর আমি কোনো এক কারণে সেদিনকার মত বালিশ ভেজাবো, সেদিন তুমি আমায় মনে করবে আর আমি তোমায়। 



কথাটা শুনে রাজোশ্রীর চোখে হালকা জল আসতে 


প্রভাস হাত দিয়ে তার চোখের জল মুছে দেয়। আর বলে এটাই বাস্তবতা।



Rate this content
Log in