Jagabandhu Garain

Others

4.5  

Jagabandhu Garain

Others

ভদ্রলোক

ভদ্রলোক

1 min
455


আজ বাড়ি ফেরার জন্য বাসে চড়েছি।বাসে অসম্ভব রকম ভীড়। আজ সিট পাওয়া দুঃ সাধ্য। তাছাড়া ঠেলাঠেলির কারণে একটু অস্বস্তি বোধ করছি। এমন সময় পাশে দাঁড়ানো এক ভদ্রলোক এক মহিলার হাতে কিছু একটা দিয়ে বলল -'এই নিন দিদি আপনার পার্স টা , দোকানে ফেলে এসেছিলেন।'

মহিলা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে কিছু টিপস দিতে চাইল কিন্তু লোকটা তা নাকচ করে বলল - 'কী যে বলেন দিদি, এটা তো আমার কর্তব্য।'

লোকটির ব্যবহার সত্যিই খুব প্রশংসনীয়। আজকের সমাজে এই রকম সৎ মানুষ খুবই কম দেখা যায়। 


পরের স্টপে বাসটা থামল। ভীড় আরও গাঢ় হল। লোকটা আমার কাছে এগিয়ে এসে বলল -দাদা একটু মোবাইলটা দেবেন বাড়িতে ফোন করব । আসলে দাদা আজকে আমার রিচার্জ.........। 

তার কথা শেষ হতে না হতেই মোবাইলটা নির্দ্বিধায় তার হাতে তুলে দিলাম। ভদ্রলোক কে সাহায্য করতে পেরে আমিও বেশ আনন্দিত হলাম। 

তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। ভদ্রলোক মোবাইল নিয়ে হঠাৎ বাস থেকে অদৃশ্য হয়ে গেল। 


                  সমাপ্ত 



Rate this content
Log in