অনুপ্রেরণা মূলক কিছু কথা
অনুপ্রেরণা মূলক কিছু কথা
1 min
42
যদি জিবনে সফলতা অর্জন করতে চান তবে। তবে আপনাকে এই নিয়ম গুলী অবশ্যই মেনে চলতে হবে (১) দিন রাত পরিশ্রম করে যেতে হবে (২) কান থাকতেও কালা হয়ে থাকতে হবে (৩) নিজের মনের মধ্যে জোশ জাগিয়ে তুলতে হবে এবার বলি কারণ গুলি (১) সফলতা অর্জন করার জন্য পরিশ্রম না করলে কেউ কোনোদিন সফল হতে পারে না (২) কান থাকতেও কালা হয়ে থাকতে হবে তার কারণ আপনি যখন আপনার সাফল্য অর্জন করার জন্য অবিরাম লড়াই করে যাবেন তখন কোনো ব্যাক্তির কথার কুপ্রভাব এ আপনার মনোবল নষ্ট করে দিতে পারে আর বর্তমান সমাজে এই মানুষ গুলির সংখ্যাই বেশী (৩) যখনই কোনো কাজ শুরু করতে যাবেন সবচেয়ে আগে নিজের মনোবল ঠিক রাখবেন নিজের মণের জোর বাড়িয়ে করবে
আজ এতটুকুই থাক
