Sonali Sarkar

Others

4  

Sonali Sarkar

Others

অদেখা মন

অদেখা মন

2 mins
11


মনের অস্তিত্ব কি সেটা হয়তো সঠিক সংগা জানা নেই , তবে বিস্তারিত বোঝানোর একটা ভাষা আছে । কী অদ্ভুত তাই না !!  বিজ্ঞানগত ব্যাখ্যায় যাচ্ছি না , সেটা কম বেশি সবারই জানা । মাঝে মাঝে মনে হয় মনের ভেতর আস্ত একটা মানুষ বাস করে । তার সাথে নিরন্তর কথা বলে চলেছি অথচ কেউ শুনতেও পাচ্ছে না , কেউ জানতেও পারছে না , কেউ বুঝতেও পারছে না , কি মজা !!!! কাওকে না জানিয়েও কতো কি সমাধান হয়ে যাচ্ছে । অনেক টা মিস্টার ইন্ডিয়ার মতো । এই অদৃশ্য মানুষ টি না থাকলে হয়তো আমার মতো অনেক মানুষের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যেতো। যেমন ধরুন , আজ হঠাৎ মনটা খুব খারাপ কিন্তু কিছুতেই তার কারণ জানা যাচ্ছে না , ওদিকে কাউকে বললে ওই একই প্রশ্ন , নিশ্চই কোনো কারণ আছে , কারো সাথে কি ঝগড়া হলো ইত্যাদি ইত্যাদি । তারা মনে মনে খুশি হয়ে স্বান্তনা দেওয়ার মতো কোনো কারণ খোঁজে । কিন্তু ওই অদেখা মন টা কোনো কারণ খোঁজে না , সে বিনা কারণ জেনেই সমাধানটা দেয় , যেমন একটু বাইরে ঘুরে আসা , বা গান শোনা ,বা সিনেমা দেখা বা পছন্দের কিছু খাওয়া । এই সময় সেই অদেখা মনটাকে বেশি আপন মনে হয় । আবার এমনও হয় যে অসংযমের বশে কাউকে কিছু বলে ফেললাম , তখন ঐ অদেখা মনের কি যে অনুশোচনা । সেই অনুশোচনা টাও অদেখা, কিন্তু খুব ভারী ভারী একটা ভাব । আবার একদিন ঘুমিয়ে নিলেই সেই ভারী ভাব হালকা হয়ে যায় ।এরপর শুরু হয় সমাধান , ভেবে বলতে হবে , বলে ফেললেও সেটা লঘু করার জন্য নানান উদাহরণ দিয়ে বোঝাতে হবে যে এটা নয় অন্যটা বলতে চেয়ে ছিলাম , যতক্ষণ না লঘু হয় ......এমন কতো কি নিরন্তর ঘটছে তবুও 

ভাগ্যিস ওই অদেখা মনটা ছিল আমাকে গাইড করার জন্য ।



Rate this content
Log in