“
জীবন টা তোমার, তাই একটু নিজের মত করে বাঁচো ; Parents , spouse, lover- এদের ইচ্ছা অনুযায়ী বেঁচোনা... তোমার অবশ্যই ওদের প্রতি দায়িত্ব আছে,আর সেটা অবশ্যই পালন করবে,তবে তোমার জীবন কে নিজের ইচ্ছামত চালানোর অধিকার টা কিন্তু ওদের নেই। ইচ্ছামত চালানোর জন্য প্রত্যেককে নিজেদের জীবন দেওয়া হয়েছে,তাই ইচ্ছেখুশি টা ওরা নয় সেখানেই দেখাক ।আর তুমি নয় তোমার সব স্বপ্ন গুলো পূরণ করো তোমার জীবনে।জীবন কিন্তু একটাই...
”