“
অনেক নারীবাদীরই 'কন্যাদান' শব্দটায় বেশ আপত্তি,তারা ভাবে - মেয়ে কি দানের জিনিস?কিন্তু কেন গো সবসময় পুরুষদের প্রতিদ্বন্দ্বী ভাবো,শত্রু ভাবো?বন্ধু বা সঙ্গীও তো ভাবতে পারো। সব পুরুষ তো সমান নয়।এই প্রথার মানে তো তোমাদের জিনিস ভাবা নয়,তোমরা মূল্যবান রত্ন- যাকে তোমাদের অভিভাবক আমাদের দান করে উপকার করে,জীবনের সঙ্গে জুড়ে আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে।দৃষ্টিভঙ্গী বদলাও,অনেক কিছু সুন্দর দেখতে পাবে..
”