কোনো ব্যক্তি যে এক সময় তোমার neglect করেছে , তোমার কথায় response করেনি , তোমার message এ reply দেয়নি - সে যখন তোমার সাথে নিজে থেকে এসে কথা বলে / বলতে বাধ্য হয় , তখন জানবে সেটা তোমার অনেক বড় ACHIEVEMENT .
অনেক নারীবাদীরই 'কন্যাদান' শব্দটায় বেশ আপত্তি,তারা ভাবে - মেয়ে কি দানের জিনিস?কিন্তু কেন গো সবসময় পুরুষদের প্রতিদ্বন্দ্বী ভাবো,শত্রু ভাবো?বন্ধু বা সঙ্গীও তো ভাবতে পারো। সব পুরুষ তো সমান নয়।এই প্রথার মানে তো তোমাদের জিনিস ভাবা নয়,তোমরা মূল্যবান রত্ন- যাকে তোমাদের অভিভাবক আমাদের দান করে উপকার করে,জীবনের সঙ্গে জুড়ে আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে।দৃষ্টিভঙ্গী বদলাও,অনেক কিছু সুন্দর দেখতে পাবে..
জীবন টা তোমার, তাই একটু নিজের মত করে বাঁচো ; Parents , spouse, lover- এদের ইচ্ছা অনুযায়ী বেঁচোনা... তোমার অবশ্যই ওদের প্রতি দায়িত্ব আছে,আর সেটা অবশ্যই পালন করবে,তবে তোমার জীবন কে নিজের ইচ্ছামত চালানোর অধিকার টা কিন্তু ওদের নেই। ইচ্ছামত চালানোর জন্য প্রত্যেককে নিজেদের জীবন দেওয়া হয়েছে,তাই ইচ্ছেখুশি টা ওরা নয় সেখানেই দেখাক ।আর তুমি নয় তোমার সব স্বপ্ন গুলো পূরণ করো তোমার জীবনে।জীবন কিন্তু একটাই...