STORYMIRROR

Prabir Chowdhury

Abstract Inspirational

2  

Prabir Chowdhury

Abstract Inspirational

শতবর্ষে বঙ্গবন্ধু স্মরণে

শতবর্ষে বঙ্গবন্ধু স্মরণে

1 min
388



সে কণ্ঠস্বর আজও স্তব্দ হয়নি

লক্ষ কণ্ঠে সে স্বর অনুরণিত,প্রতিধ্বনিত, আর -

লাল-সবুজের নিশানে তাঁরই শ্রদ্ধার প্রতিচ্ছবি।

আজও মঞ্চ কাঁপে, জড়তা ভাঙ্গে, দীপ্ত আহ্বানে,

" এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ...." ।


বঙ্গবন্ধু তো মরেনি,মরেছে ষড়যন্ত্র,পাকচক্রী,

আমরা পেয়েছি মেরুদন্ড,জাতির পিতা,এক মহান নেতা।

আমরা পেয়েছি প্রতিবাদের ভাষা,বাঁচার আশা ,

তাই আজও ঢাকার রিক্সাওয়ালা,কপোতাক্ষর দক্ষ মাঝি,

আরও মেহনতি মানুষ মিছিলে হাঁটে, অধিকারের পথে,ঘাটে,

আর তোমায় দেখি মুজিব হাসছো মুক্তি সূর্যের মাঝে ....।


তুমি ছিলে গরিবের বুকের কলজে, তুমি দলহীন,বিভেদহীন,

তুমি ছিলে গরিব দরদি ,মুক্তিকামী, স্বাধীনতার স্বপ্নে বিহ্বল।

আজ তুমি শ্রদ্ধার জাতির জনক ,স্পর্ধিত যুগচেত

ন মহামানব,

তুমিই বাঙালির গর্ব,দুঃসাহসিক পদাঘাতে ছিন্নকর শয়তান, দানব।

তুমি বীর, তুমি যোদ্ধা,স্বাধীনতার মহামন্ত্র তোমার মুখে,

তোমার আত্মবলিদানে পেয়েছি বাংলাদেশ,স্বরাজে আছি সুখে।


তোমার প্রখর দীপ্ত শৌর্যে কেঁপেছে অত্যাচারী খানসেনা,

আত্মকণ্ঠে জুগিয়েছ সাহস আর ঐতিহাসিক আহ্বান -

" আর দাবায়ে রাখতে পারবা না,অনেক রক্ত দিয়েছি, দরকারে আরও রক্ত দেবো। ইনশাল্লাহ..."।

শোনো একটি মুজিবরের কণ্ঠস্বরে হাজার মুজিব অস্ত্র ধরে,

আজও বীর দর্পে মিছিল চলে,অধিকারের মাস্তলে, মুজিব হাসে প্রতিঘরে।

বাঙালির শিরায়,শিরায়,জাগ্রত সত্বায় শেখ মুজিব অমর রহে।


প্রাতঃস্মরণীয়,মৃত্যুঞ্জয় শেখ মুজিবর রহমান একটি নাম-

তোমাকে জয়মাল্য পরিয়ে জানাই হাজার সালাম।

অরুণ উদিত এক প্রেমময় মহাসূর্যের দেশ-

ষোলকোটি বাঙালির সোনার বাংলাদেশ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract