শ্রদ্ধার্ঘ
শ্রদ্ধার্ঘ

1 min

246
এক জীবনের আলো দিয়ে তুমি
সব মুহুর্ত রাঙিয়ে দিয়ে গেছো।
অন্য আলো আকাশ ছুঁলো কই?
বুকের ভেতর এমনই মিশে আছো।
তোমার সুরে, তোমার ছন্দে ভাসে
তোমার গল্পে আয়না খোঁজে মন।
তুমি তো নাড়ির তরল স্রোতে,
মিশে থাকা ভীষণ আপনজন।
মৃত্যু তোমায় পারেনি তো ছুঁতে
তুমি তো 'মৃত্যুর চেয়ে বড়'!
শ্রাবণ মেঘ আলো চুরির পরেও
লক্ষ কোটি তারায় তুমি জ্বলো।