শেষ কথা
শেষ কথা
1 min
571
তোদের সাথে হাসি খেলার
এই তো রে ভাই শেষ
এরপর আর কখন হবে
সামনে আছে টেস্ট
স্কুলের গন্ডি পেরোবার সময়
ঘনিয়ে এলো তবে
এ স্কুলে শেষ পূজোর ছুটি
আর কবে দেখা হবে
আমরা ছিলাম তোদের সাথে
বন্ধু হয়ে তাই
ভালো লাগে যদি তোদের সাথে
যোগাযোগ থাকে ভাই
বেঞ্চে বসে ঘুমোনোর কথা
সবই মনে পড়বে
মনে পড়বে স্যারের শাসন
চোখটা জলে ভরবে
শিক্ষালয়ে ছয়টি বছর
অতিথি ছিলাম যে
আসছি রে ভাই সময় হয়েছে
এবার বিদায় দে ।
