পূরবী
পূরবী

1 min

13
আজ স্তব্ধতায় ভরে গেছে মায়াবী রোদ্দুরের মেঘ,
তরুন বিপ্লবের সময়ের মঞ্জরী ,
ফুটেছিল যে ডালে -
নিরর্থ শূন্যতার দাবদাহে,সে আজ উত্ পীড়িত আবেগ।
জ্যোৎস্নার স্রোতে শিক্ত সেই অধর পল্লব,
প্রতিচ্ছবি হয়ে আজো তুলে কলরব।
করুন বিপ্লবের বিরামহীন যন্ত্রণার লেলিহান শিখা হতে,
উদ্গিরীত অতীতের সেই সুখ স্মৃতি,
বস্ত ধর্মের আবর্তন, আজ সব ইতি