প্রতীক্ষা
প্রতীক্ষা

1 min

267
আমি নিখিল, মনে আছে আমায়?
ওই যে গেল বছর শুক্রবার দেখা হয়েছিল,. বাস রাস্তার পাশে, মেঠো রাস্তার ধারে।
কি গো এখনো মনে পড়ছে না বুঝি?
আরে এই তো সেদিন, আলো মরে আসা ছায়ানন্দিত শেষ বিকেলে ফিরছিলে তুমি, কোথা থেকে তুমি ফিরছিলে তা
Advertisement
জানিনা,
কিন্তু একথা জানি যে তুমি ফিরছিলে। তোমার ফেরার পথেই বিঘ্ন ঘটিয়েছিলাম আমি,
একটু বেশি বৃষ্টির জন্য পিছলে পরেছিলাম সাইকেল নিয়ে,
আর তা দেখে সে তোমার কি জোছনা লাগানো হাসি,
তখন সে হাসির তীব্রতায় কষ্ট পেলেও এখন তাকেই প্রাণপনে ধারণ করে আছি।
তারপর থেকে কেটে গেছে কতদিন,
শুধু প্রতীক্ষায় থেকেছি আমি,
আরবার শুধু দেখার তরে ওই জোছনা লাগানো হাসি।