STORYMIRROR

Samim Hossain Khan

Others

1  

Samim Hossain Khan

Others

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
267


              

    আমি নিখিল, মনে আছে আমায়?

 ওই যে গেল বছর শুক্রবার দেখা হয়েছিল,.      বাস রাস্তার পাশে, মেঠো রাস্তার ধারে। 

   কি গো এখনো মনে পড়ছে না বুঝি?

  আরে এই তো সেদিন, আলো মরে আসা       ছায়ানন্দিত শেষ বিকেলে ফিরছিলে তুমি,     কোথা থেকে তুমি ফিরছিলে তা

জানিনা, 

   কিন্তু একথা জানি যে তুমি ফিরছিলে।       তোমার ফেরার পথেই বিঘ্ন ঘটিয়েছিলাম আমি, 

    একটু বেশি বৃষ্টির জন্য পিছলে পরেছিলাম সাইকেল নিয়ে,

 আর তা দেখে সে তোমার কি জোছনা লাগানো হাসি, 

তখন সে হাসির তীব্রতায় কষ্ট পেলেও এখন তাকেই প্রাণপনে ধারণ করে আছি।

তারপর থেকে কেটে গেছে কতদিন,

শুধু প্রতীক্ষায় থেকেছি আমি,

আরবার শুধু দেখার তরে ওই জোছনা লাগানো হাসি।   



Rate this content
Log in

More bengali poem from Samim Hossain Khan