পরিবারইন্দ্রাণী চ্যাটার্জী
পরিবারইন্দ্রাণী চ্যাটার্জী

1 min

29
এমন একটা পরিবার চাই
যেখানে আমি নয়,
আমরা হয়ে বাঁচবো।
দুপুরবেলা নুন ভাত টুকুও
একসাথে ভাগ করে খাবো।
বিকেলে চায়ের সাথে মুড়ি মাখার
আসরটা না হয় একটা বাটিতেই হলো।
ইভিনিং ওয়াকের আনন্দটা না হয়
এক সাথেই উপভোগ করবো।
মোবাইলের স্ট্যাটাসে নয়,
সারাদিনে গল্পটা না হয়
রাত্রে খাবারের সময়
পরিবারের সাথে হবে।
সংসারের দায়িত্বটা না হয়
সকলে ভাগ করে নেব।
কেউ অসুস্থ হলে কাজের
অজুহাত না দিয়ে না হয়
সকলে মিলে তার সেবা করবো।
একজনের সুখ - দুঃখের
ভাগিদার না হয় সকলেই হলাম।
এমন একটা পরিবার চাই
যেখানে আমি নয়
আমরা হয়ে বাঁচবো।