মুক্ততা
মুক্ততা

1 min

80
চার দেওয়ালে বন্দী আমি
সর্বময় খুঁজে বেড়ায় মুক্ততার চাবিকাঠি।
মনে হয় এই বুঝি ঘটলো কোনো মিরাক্কেল ,
এই বুঝি মুক্তি ঘটলো আমার।
আমি হতে চাই মুক্ত ।
গৃহবন্দী আমি আকাশটাকে খুব হিংসে করি,
হিংসে করি জানালায় বসা পাখিটাকেও ।
কেনো আমি প্রকৃতির বুকে মেলে
ধরতে পারি না তাদের মত করে নিজেকে?
আমি স্বপ্ন দেখি আকাশের মতো
নিজেকে বিস্তৃত করার ,
পাখির মতো বাঁধন মুক্ত হওয়ার ।
বাতাসের মতো শীতল হতে চাই,
আমি মুক্ত হতে চাই।
মুক্ত হতে চাই সমাজের অদৃশ্য শিকল হতে।
নিজেকে মেলে ধরতে চাই এই ভুবনের কাছে।
জ্ঞান, বুদ্ধি,সাহস ও তীক্ষ্ণতাই পরিপূর্ণ হয়ে,
নতুন জীবন দান করতে চাই বিশ্বকে।
মুক্ত হতে চাই সমস্ত প্রতিবন্ধকতা থেকে।