STORYMIRROR

Saikatsundar Sarkar

Others

2  

Saikatsundar Sarkar

Others

প্রেমিকের উক্তি

প্রেমিকের উক্তি

1 min
230

খুব চড়া রোদ্দুর মাথায় এসে পড়ে তার

অভিশাপ,তবু হাঁটছি আর দ্বিগুণ হচ্ছি মনে।


রাত থেকে উঠে গেছি জাগতিক রূপরেখা

বিন্দুমাত্র নেই প্রতি পদক্ষেপে প্রহর গুনছি।


যে কঙ্কাল শুয়ে থাকে মাঠে নির্বোধ অমনুষতায়,

তাকে হাঁটতে শেখাবো বলে এখনও দাঁড়িয়ে থাকা।


যে পা ভিজে গেছে ঘামে তার উপাচার

এই ক্লান্তি শিশির ধুয়ে দেবে অনিবার্য।


বাতাসে ভেসে আসছে ফেরারী সুর বোধহয়,

ভোর হয় একঝাঁক পাখি বাসা ছেড়ে নিরুদ্দেশ...... 


প্রতিদিন সূর্যের দিকে যেতে যেতে কিছু

অভিশাপ মাথা পেতে নিচ্ছি আর দ্বিগুণ হচ্ছি মনে।


Rate this content
Log in