বন্দীশালা
বন্দীশালা

1 min

201
(উৎসর্গ সেই সব মৃত মানুষদের)
একঝাঁক পরিযায়ী পাখি ,
ডানায় বিষ মেখে অবনত হয়।
এই মাটি এই মৃত্যু উপত্যকা,
জেগে উঠে গাঢ় অন্ধকারে।
হিংসা না পাপ,
এ কোন বর্বরোচিত ফলশ্রুতি?
যেটুকু বোধ তার ভাষায়
পাখিরা পাপাচার শোনায়।
এই ক্ষত চিহ্ন,এই নিপিড়ন,
ইতিহাস লিখে দেবে আগামীর।
এই যুদ্ধ অনাড়ম্বর কতদিন,
স্থায়ী হয়? প্রশ্নে ঈশ্বর নির্লিপ্ত হাসে ।