নষ্ট জীবন
নষ্ট জীবন
1 min
152
হাতে স্মার্ট ফোন , পকেটে বিড়ি -
দিন যাচ্ছে কেটে ঝিরিঝিরি ।
বিষাদ মাখা জীবন ।
বিকালে মেয়েদের স্কুলে যাওয়া -
রাতে বন্ধুদের সাতে মদ খাওয়া ,
এই ছেলেদের জীবন ।
এই ভাবে দিন কাটছে যত ,
সুখের খোঁজে বাড়ায় ক্ষত -
মদ খেয়ে মাতাল হয়ে পরে থাকে ,
রাস্তার বুকের ওপর ।
এই ভাবে জীবন নষ্ট করছে ,
জীবন নষ্ট করছে ওরা ।
