STORYMIRROR

Nandini Sen

Others

2  

Nandini Sen

Others

নৈতিকতার পরিচয়

নৈতিকতার পরিচয়

1 min
733

সাগরপারের পন্ডিতেরা আঁক কষেছে ভাই,

অনন্ত আর শূন্য মাঝে কোনো তফাৎ নাই।

ভাবছো এটা ধাঁধাঁর খেলা মোটেই তাহা নয়,

বুঝতে যদি নৈতিকতা দূর হবে সংশয়।

 

চরাচরে বাঁচতে গেলে যুদ্ধ তোমায় করতে হবে,

জিততে যদি পারো তুমি, নেতা বলে মানবে সবে ;

নৈতিকতার জাল বিছিয়ে অনেক চেলা ধরবে নেতা ,

নেতার কথাই নীতির কথা, তাকেই বলে নৈতিকতা।

 

হাজার বছর অনেক নেতা লক্ষ কোটি নৈতিকতা ,

কাটাকুটি করছে সবাই কেউ শোনেনা কারুর কথা।

বিশাল বপু নৈতিকতা শূন্য তাহার মূল্য,

আদ্যিকালে বদ্যি বুড়ো হিসেব করে বললো।

 

তাইতো তিনি লিখে গেছেন ভবিষ্যতের জন্য   

কেমন করে করবে তুমি মানব জীবন ধন্য :

'নিজের মাঝের শক্তি বাড়াও, সাজাও নিখুঁত করে

নৈতিকতার এটাই আসল, বাকি পাঠাও আস্তাকুঁড়ে ।


Rate this content
Log in