STORYMIRROR

kamal ghosh

Inspirational Others

3.4  

kamal ghosh

Inspirational Others

মানবদরদী নজরুল

মানবদরদী নজরুল

1 min
191


তুমি বিদ্রোহী,

ওপারে গিয়েও নেই যে তোমার সুখ।

তুমি বিদ্রোহী,

কাণ্ডারীদের ছলনা দেখে ফাটে তোমার বুক।

তুমি বিদ্রোহী,

প্রেমহীন এই সমাজেরে দাও গালি।

তুমি বিদ্রোহী,

শোষণ মুক্ত সমাজের তুমি মালি।

তুমি বিদ্রোহী,

অগ্নি - বীণার ছড়ে টান দাও, উঠে রক্তে ঢেউ।

তুমি বিদ্রোহী,

তোমার কণ্ঠ রুদ্ধ করে নেইকো এমন কেউ।

তুমি বিদ্রোহী,

আপন সুরে বাজাও বিষের বাঁশি।

তুমি বিদ্রোহী,

তোমাকে পেয়ে সর্বহারার মুখে যে ফোটে হাসি।

তুমি বিদ্রোহী,

এই সমাজের বুকে প্রবলপ্রতাপ ঝড়।

তুমি বিদ্রোহী,

সাম্যের লড়াইয়ের তরে বানিয়ছো তুমি গড়।

তুমি বিদ্রোহী,

রণে তুমি হও নাই কভু কখনও ক্লান্ত।

তুমি বিদ্রোহী,

বিভেদহীন সমাজ গড়ে তবেই হবে শান্ত।

তুমি বিদ্রোহী,

তুমি আমাদের চেতনাকে জাগিয়ে রাখো।

তুমি বিদ্রোহী,

মানবতার স্বর্গ গড়িতে আমাদের পাশে থাকো।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational