STORYMIRROR

Amitrosudan Bose

Others

3  

Amitrosudan Bose

Others

কিছু কথা

কিছু কথা

1 min
1.0K

কিছু কথায় হেরেই জিততে হয়,

কিছু কথা,তারা ফিরে আসে এলোমেলো,

আমার গল্প সত্যি হওয়ার ভয়ে,

বাস্তব বুঝে প্রদীপটুকু জ্বেলো।


তুমিও থেকো কিছু কথার মাঝে,

তোমায় নিয়ে স্বপ্ন সাজাই রোজ,

একদিন ঠিক খুঁজবে আতসকাচে,

সেদিন রেখো কিছু কথাদের খোঁজ।


साहित्याला गुण द्या
लॉग इन

More bengali poem from Amitrosudan Bose