ইচ্ছে মাঝে
ইচ্ছে মাঝে


ঝিলম নদীর পাড়ে
ওই পাহাড়ের ধারে
ছোট্ট একটা জমি
থাকবো সুখে আমি।
বিভোর নয়ন ভোরে
বরফ মেঘের ডোরে
কাটবে মনের ভারী
জমিয়ে দেব পারি।
নাইবা একা আমি
নাইবা একা তুমি
বাঁধবো বাঁধন মোরা
দুঃখ সুখে ভরা।
ঝিলম নদীর পাড়ে
ওই পাহাড়ের ধারে
ছোট্ট একটা জমি
থাকবো সুখে আমি।
বিভোর নয়ন ভোরে
বরফ মেঘের ডোরে
কাটবে মনের ভারী
জমিয়ে দেব পারি।
নাইবা একা আমি
নাইবা একা তুমি
বাঁধবো বাঁধন মোরা
দুঃখ সুখে ভরা।