ঘুঁটি
ঘুঁটি


এপারে কখনো জাতি, কখনো বা বর্ণ নিয়ে ধর্মযুদ্ধ,
কাঠকয়লার আগুনে ঘরে ঘরে জন্ম নেয় আতঙ্ক,
ক্ষুধার্ত শিশুর নলি টিপে শেষ করা হয় বায়না,
আলোরা ঘোমটায় মুখ ঢাকতেই শহরের গলিগুলো হিংস্রতার আস্তানা,
ওপারে রঙিন পানির নিমন্ত্রণে নৈশ্যভোজের হুল্লোড়ে চাপা শব,
শূণ্যে আলোকুচির রোশনায়, রাত ফুড়ালেই পবিত্র উৎসব।