ঘুমের মধ্যে
ঘুমের মধ্যে
ঘুমের মধ্যে পথ ঘাট, জোছনার বন পেরোলেই অফিস-বাড়ি |
ঘুমের মধ্যে আস্ত রাজপাঠ, তাস -আসরে ফিরবো তাড়াতাড়ি |
বই এর ভেতর থেকে নীরা জেগে ওঠে ;
রাতের কার্নিশে বসে চেনাই নক্ষত্রের বস্তি
প্রশ্ন করেছিল, তারারা কি আকাশের অলংকার?
নাকি ধারাভির মতো অস্বস্তি ?
যেদিন সপ্তর্ষি চেনাই, সেদিন কোজাগরীর প্রথম প্রহর;
আঁটোসাঁটো শরীর-বাঁধন, আলগা চুলের খোঁপা,
কাঁধে লুটিয়ে-
জেগে থাকা রাতের মতোই ক্লান্ত;
সুনীল তো নীরার নিশি-জাগরণ শেখালো,
সুনীল হবে নীলের তারা,
তখন কে আর জানতো |
ঘুমের মধ্যে নীরা, ঘুমের মধ্যে সুনীল,
ঘুমের মধ্যে গৃহত্যাগী জোৎস্নার আস্পর্ধা;
ঘুমের মধ্যে নীরা বলে ওঠে "আমার জন্ম নেই, মৃত্যু নেই,
আমার ঠিকানা ছাপা অক্ষরে, ঝিম ধরা, পর্দা ওড়া দুপুরে,
আমার গন্ধ কবিত্বের অহংকারে .."
আমরা যারা ভবঘুরে,জংলী আদরখোর,
আমরা যারা বিষন্নতা গুঁজে রাখি অ্যাশট্রের জঠরে;
নীরা আমাদের রাত্রি, নীরা আমাদের ভোর |