ঘুমের ঘোরে কবি
ঘুমের ঘোরে কবি

1 min

711
ঘুমিয়ে ছিলাম ঘড়ির কাঁটার উপর,
এক্কেবারে ন্যাংটা,
কুয়োর ব্যাঙ কে ল্যাং মেরে গেল গাধা,
দিব্যি বলছি, আর চুষব না মনটা।
লেখালেখি সব আঁকিবুকি,
নরম কর শাঁস টা;
প্রকাশকের ত্রিকোনমিতি শিখো,
ছাড়িয়ে নিয়ে ইলিশ মাছের আঁশ টা।
একটা কাব্য ঘুমিয়ে ঘুমিয়ে ছাপি;
ঘড়ির কাঁটায় নজর - সকাল আটটা,
ন্যাংটো আমি সটকে গেল হঠাৎ
কাব্য শুধু রইল প'ড়ে একলা।