একপশলা
একপশলা


বৃষ্টি তোমার অনেক আবেগ
বৃষ্টি তুমি একপশলা,
আকাশ-জোড়া মেঘের মিছিল
প্রতিক্ষারা খুব একলা।
বৃষ্টি তোমার নাম জানিনা
বৃষ্টি তুমি কবির গানে ;
সময় পেলেই নামবে জানি
ভিজবে শহর মুষলধারে...
বৃষ্টি তোমার অনেক আবেগ
বৃষ্টি তুমি একপশলা,
আকাশ-জোড়া মেঘের মিছিল
প্রতিক্ষারা খুব একলা।
বৃষ্টি তোমার নাম জানিনা
বৃষ্টি তুমি কবির গানে ;
সময় পেলেই নামবে জানি
ভিজবে শহর মুষলধারে...