STORYMIRROR

ABHINABA BANIK

Others Children

3  

ABHINABA BANIK

Others Children

দুর্গাপূজার মজা

দুর্গাপূজার মজা

1 min
535

এল রে দুর্গাপূজা,

সবে মিলে ঢাক বাজা।

এখানে বাজছে কাশি,

সেখানে বাজছে বাঁশি।

মা এলেন সিংহ 'পরে,

গনেশ বাহন কষ্ট করে।

কার্ত্তিকের তীর ধনুকে,

ত্রিলোক যে কাপতে থাকে।

সরস্বতীর বীনা বাজে ,

মা লক্ষ্মীর ঘট সাজে।

আচার বিচারে আর,

সবার মনে মা বিরাজে।

অসুরের পেটটা ফাঁটা,

মাহিষের গলা কাঁটা।

শরৎ এর এইতো মজা,

এসব বলতে নেইগো সাজা।

মন্ডপে ঘুড়তে যাওয়া ,

আর কিছু প্রসাদ খাওয়া।


Rate this content
Log in